Life Talks – Failure is the Pillar of Success ! If and only if you try to overcome what causes it

Spread the love

তোমরা কি জানো?

১) আমি ক্লাস ৮ পর্যন্ত ম্যাথ বুঝতামই না! ফেল করতাম প্রায় সব সাময়িকে ফাইনালে টেনে টুনে পাশ।
২) আমাকে কেউ কিছু বললে আমি কথা বলতে ভয় পেতাম কলেজে উঠেও।
৩) ৫ জন নতুন মানুষের সামনে কথা বলতে পা ঠক ঠক করে কাপতো।
৪) ইন্টার মিডিয়েটে আমি রসায়নে ফেল করেছি একবার!

আমাকেও অনেক কথা শুনতে হয়েছে। কারন কথা বলতে তো আর পয়সা খরচ হয়না তাই সবাই জ্ঞানবীর। আমাকে কথা না বলার জন্য অনেক কথা শুনতে হয়েছে। আমি কিন্তু শেষ হইনাই। আমি নিজেকে নিজে বুঝিয়েছি। আমার জন্য কেউ লাগেনি। আল্লাহ ছিলেন আর আমি ছিলাম। আমি নিজেকে তৈরি করেছি। বিশেষ কিছু হইনাই জাস্ট কিছু শোনো:


১) আমি ম্যাথ বুঝা শুরু করি ক্লাস ৮ এর ফাইনাল টার্ম থেকে। ক্লাস ৯ থেকে ম্যাথ এ লাইফে আর ফেল করি নাই। ক্যালকুলাস  কম বুঝতাম ভার্সিটি উঠে তাই আবারো পড়েছি। আমি বিভিন্ন কন্টেস্ট জাজে প্রায় হাজের খানেক প্রব্লেম সলভ করেছি যার ৬৫% ম্যাথ বেইজড
২) এবং ৩) আমি এখন কারো সাথেই কথা বলতে ভয় পাইনা। আমাকে হাজার মানুষের সামনে কথা বলতে দিলেও পা কাপে না আমার। ১০০ জনের ক্লাস নিয়েছি এক সাথে। ৫০০ জন অডিয়েন্স এর সামনেও ইনস্ট্যান্ট বক্তৃতা দিয়েছি এখনো দেই স্ক্রিপ্ট ছাড়াই। অনেককে অনুপ্রানিত করি।
৪) রসায়নে ভার্সিটি উঠে পরে ক্লাস টপার হই। সর্বোচ্চ গ্রেড পাই ক্লাসের। আমি খুব ভালো ক্যামিক্যাল বিক্রিয়া বুঝি। মজাই লাগে!

আর আমি হতে পেরেছি ভার্সিটি শিক্ষক ( লেকচারার ইউ আই টি এস) – কারো দয়ায় না! ইন্টারভিউ টপার। দেখতে ছোটা লাগতো বলে ২ বার ইন্টারভিউ দিয়েছি তাও টপার। আমি এখন একটা ছোটো আইটি ফার্মের সত্ত্বাধিকারী  । আমি সান্যিধ্য পেয়েছি দেশ সেরা সব প্রোগ্রামার এর যাদের বন্ধু হতে নলেজ লাগে টাকা না! আমি ইনশা আল্লাহ আরো অনেক দুর যেতে চাই। আমার সাথে আমার নলেজ বেইজড যারা মিশেছেন কিংবা স্টুডেন্টরা এটলিস্ট আমাকে ভালো না বললেও আশা করি খারাপ বলবে না।

কেনো বলছি? যারা ফেল করেছো কিংবা ভালো ফল করোনাই, জীবন এখানেই শেষ না। তুমি ঘুরে দাড়াতে পারবেই! জীবন শেষ করায় কোন সার্থকতা নাই। তুমি আজ হেরে গেলে কে জানে আগামীতে হয়ত এমন স্টেটমেন্ট দেওয়া একটা মানুষ কমে যাবে। হয়ত আরো কেউ অনুপ্রানিত হতে পারতো বা পারবে।

আমি বলবো ফেইল করা খারাপ না যদি না তুমি পাশ করার বা জানার আগ্রহ হারিয়ে না ফেলো। তুমি ফেইল করো, সমস্যা নাই, কিন্তু জানার জার্নি, নিজে গতদিন যা জানতে, তার থেকে একটু বেশি জানার চেস্টা যেনো বন্ধ না হয়। শিখতে চাইলে আসলে কাউকে লাগে না। চেস্টা করো হেল্প আসবেই। আর একদিন তুমি অবাক হবে ভেবে কিভাবে আমি ফেইল করলাম তখন। তুমি চাইলেও আর ফেইল বা খারাপ করতে পারবে না তখন।

And remember don’t follow the negative things and people. উপহাস করে এমনদের থেকে দুরে থাকবা! হাসি মুখে সব সহ্য করে নিজেকে তৈরি করো।

মন থেকে আজই শুরু করো। তুমি পারবে, তোমাকে পারতেই হবে, নিজের জন্য, কাউকে দেখাবো বলে না। আমি বিশ্বাস করি তুমি পারবে। আমিই নিজেই যে তার প্রমাণ।

তোমার জন্য আর তোমার সৎ মন থেকে চেস্টার জন্য রইলো শুভ কামনা।

©মিজানুর রহমান মিজান
Bsc(eng) CSE, MS CSIT,
former lecturer of CSE, UITS
past president, Rotaract Club of Chittagong South
Founder, BD Pathshala, Brain Tuners
Head of Ideas, TechnoCrews
ফেসবুক Account লিঙ্কঃ www.facebook.com/mrmbdctg 

 

প্রথম প্রকাশঃ ৬ জানুয়ারি , ২০১৭


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Common AI Word এবং তাদের Human Friendly Alternatives

Spread the love

Spread the loveAI tools (like ChatGPT) use করে আমরা অনেক সময় এমন কিছু কমন word লিখে ফেলি যেগুলা পড়লে মনে হয় – একটা robot লিখছে। Words like optimize, leverage, utilize, empower – technically ঠিক থাকলেও এগুলা খুব robotic শোনায়। এই article এ আমি list করবো


Spread the love

বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকেট বুকিং এর বিভিন্ন টিকেট ক্লাস

Spread the love

Spread the loveআজ বাংলাদেশ রেলওয়ের টিকেট কিনলাম অনলাইনে। একটা প্রোগ্রাম এটেন্ড করতে যাব প্লাস কিছু গেস্ট আসবে এই কারনে। তো অনলাইনে টিকেট কিনতে যাবার পর ঘটলো বিপত্তি। কারন আমি নরমালি ৩ টা সিট নিয়ে ধারনা রাখি। শোভন চেয়ার সুলভ আর স্নিগ্ধা তো যখন টিকেট কিনতে


Spread the love

Yoda Style Conditionals ( Yoda Condition) Explained (Bengali/বাংলায়)

Spread the love

Spread the loveআমরা যারা প্রোগ্রামিং কিংবা ডেভেলপমেন্ট করি তাদের অনেকসময় সবকিছু ঠিকঠাকমত কন্ডিশন লেখার পরও দেখা যায় প্রোগ্রাম ভুল বিহেভ করে। এর পিছনে কিন্তু বিশাল একটা কিছুর হাত আছে। আমরা যখন কোন অপারেশন চালাই সেটা যদি ঠিকমত ঘটে তাহলে তাকে প্রোগ্রামিং এর ভাষায় ট্রু কেইস


Spread the love